নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ নভেম্বর: উপনির্বাচনের ফলাফল ঘোষনা হতেই ফের বিতর্কিত পোষ্ট অনুপম হাজরার। তিনকেন্দ্রে দলের হারের পিছনে গোষ্ঠীকোন্দলকে দায়ি করেন বোলপুরের প্রাক্তন সাংসদ। তিনি ট্যুইট করে বলেন, মন্ডল কমিটিগুলিতে যোগ্যতম ব্যাক্তিদের বসানো উচিত। পক্ষপাতিত্ব না করে প্রতি মন্ডলে যোগত্যম ব্যাক্তিদের আনাই শ্রেয় বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, সাংগঠনিক নির্বাচন নিয়ে মন্ডল কমিটিতে চলছে বিজেপির গোষ্ঠীকোন্দল। কোথাও কোথাও হাতাহাতি জড়িয়ে পড়েছেন দলের নেতা কর্মীরা। ঝাড়গ্রামে পোস্টার পড়েছে। সেই সময় মন্ডল কমিটি নিয়ে অনুপম হাজরার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ন। তারসঙ্গে উপনির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ। তিনি বোঝাতে চেয়েছেন উপনির্বাচনে হারের জন্য দলের গোষ্ঠীকোন্দল দায়ি। তাই এতবড়ো ব্যাবধানে হার।
তারসঙ্গে দলকে ঘুরে দাড়াতে অনুপম হাজরা রাজ্য বিজেপি নেতাদের নিদানও দিয়েছেন। তিনি ট্যুইট করে রাজ্য বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, নতুন – পুরনোদের ভেদাভেদ মিটিয়ে সবাইকে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ ভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব হবে বলে জানান অনুপম হাজরা।