লক্ষ্মীরতন শুক্লাকে ভেড়ার পালের সঙ্গে তুলনা অনুব্রতর

আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ জানুয়ারি: “দেখবেন কখনো কখনো ভেড়ার পাল কোনও কৃষকের গোয়ালে ঢোকে। আবার উৎসবের সময় ৩০টা বেরিয়ে যায়। তাতে মালিকেরই বা কি, গোয়ালেরই বা কি”।

মঙ্গলবার লক্ষ্মীরতন শুক্লার দলত্যাগের জলপনাকে কটাক্ষ করে এ কথা বলেন, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বিকেলে মুরারই ১ নম্বর ব্লকের পলসা কারবালা মাঠে তৃণমূলের জনসভায় প্রধান বক্তা ছিলেন অনুব্রত মণ্ডল। বক্তব্যের শুরুতে তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্বক ছিলেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে ৬৮টি প্রকল্প চালু করেছে। দিদি বাংলায় না থাকলে অন্ধকার নামে আসবে। এরা বাংলাকে বিক্রি করে দেবে। বিজেপি বলুক ওরা ক্ষমতায় এলে প্রকল্পগুলো চালু রাখবে, কিন্তু ভুল করবেন না। আমরা ভুল করলে বড় ভুল হয়ে যাবে। আমরা ২২০ থেকে ২৩০ আসন পাব। না পেলে দল ছেড়ে দেব”।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডির ভয় দেখাচ্ছে। অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন আমি ওসব ইডি, সিবিআইকে ভয় পাই না। জেল খাটব, তবু মমতাকে ছাড়ব না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *