স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
রানাঘাট ৯ নম্বর ওয়ার্ডে পড়লো তৃণমূল বিরোধি পোস্টার। অভিযোগ, চিট ফান্ডে প্রতারিত হওয়া মানুষের টাকায় কেনা সম্পত্তিতে তৃণমূলের পার্টি অফিস করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রানাঘাট ৯ নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম এর তীব্র বিরোধিতায় নেমেছে। এর প্রতিবাদে সিপিএম লোকাল কমিটির উদ্যোগে শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ। এই গণসাক্ষরের প্রতিলিপি দেওয়া হবে মহকুমা শাসকের কাছেও।
তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, এখানে পরিত্যক্ত একটা জায়গা পরিষ্কার করে আমাদের অস্থায়ী পার্টি অফিস হচ্ছে। পুরোনির্বাচন উপলক্ষে হওয়া এই পার্টি অফিস কোনোভাবেই স্থায়ী নয়। তবে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থ সারথি চ্যাটার্জির দাবি, এই জায়গাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তাই স্বাভাবিকভাবেই যারা রাতের অন্ধকারে মদ-গাঁজা খেয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করত তাদের হাত থেকে এলাকা হাতছাড়া হয়ে যাওয়ায় তারাই এই পোস্টার মেরেছে। ওখানে একটা গাঁজার ঠেক ছিল, মদের আসর বসতো এলাকার শান্তি বিঘ্নিত হত। সে কারণেই আমাদের এই পদক্ষেপ। এলাকার শান্তি রক্ষার্থে, সমাজবিরোধীদের বাড়বাড়ন্ত রুখতে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পরিত্যক্ত জমিতে তৃণমূলের পার্টি অফিস করবার। এই পোস্টার বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।