নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২৭ মার্চ:
হোলি খেলা’কে কেন্দ্র করে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনী এলাকায় চললো দুষ্কৃতী তান্ডব। এলাকার মানুষের প্রতিবাদের মুখে পড়ে গুলি চালায় দুষ্কৃতিরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলায়াকার মানুষ।
সূত্রের খবর অনুযায়ী হোলি উৎসবে মত্ত বহিরাগতরা মদ্যপ অবস্থায় এসে এলাকায় তান্ডব চালায়। এলাকার লোকজন তান্ডবের প্রতিবাদ করেন। সেই সময় দুষ্কৃতীরা ৩ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
অপর দিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং বিষয়টি জানতে পেরে এলাকার আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্যারাকপু শিল্পাঞ্চলে পুলিশি ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পুলিশ এখন দুষ্কৃতীদের নিরাপত্তা দিতে ব্যস্ত, তাহলে দুষ্কৃতীরা কি পুলিশ কে ভয় পাবে! এখানে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই।”
এই গোটা ঘটনায় দুইজন’কে গ্রেপ্তার করেছে পুলিশ।