নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ:
লকডাউনেও চলবে কলকাতার পার্কসার্কাসে সিএএ বিরোধী আন্দোলন। সোমবার সন্ধ্যেয় পার্কসার্কাসে আন্দোলনকারিরা প্রথমে অনান্য দিনের মতো জমায়েত হন। তারপর তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করেন। বৈঠকে ঠিক হয় আন্দোলনের জমায়েতে রাশ টানা হবে।
প্রতিদিন ধর্নামঞ্চে চার, পাঁচজনের বেশি উপস্থিত হওয়া যাবে না। অর্থাৎ মঙ্গলবার থেকেও পার্কসার্কাসে সিএএ বিরোধী আন্দোলন চলবে। আর যারা আসতে পারবেন না তারা এদিন ধর্না মঞ্চের সামনে রুমাল রেখেগিয়েছেন। রুমালই তাদের প্রতিকি উপস্থিতি বলে জানিয়েছেন আন্দোলনকারিরা। লকডাউন পর্যন্ত এভাবেই ধর্না চালিয়ে যাওয়া হবে বলে দাবি করেছেন পার্কসার্কাসের আন্দোলনকারিরা। পাশাপাশি মোবাইলের মাধ্যমে অডিও বক্তৃতা চালানো হবে।