সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ মার্চ : মহামারী পরিস্থিতিতে গুজব ছড়ালে যে বরদাশ্ত করা হবে না সে কথা আগেই জানিয়েছিল পুলিশ প্রশাসন। এর আগে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করার পরেও ফের করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে কলকাতায় গ্রেফতার হলেন আরও এক মহিলা। রবিবার বেহালার জ্যোতিষ রায় রোড থেকে তাঁকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। ওই মহিলার নাম পল্লবী শিবানী।
স্মার্ট জুনিয়রস নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য তিনি। ওই মহিলার দাবি ছিল, শহর কলকাতার একটি বিশেষ অঞ্চলে অনেকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। ওই এলাকা করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠেছে। কিন্তু সরকার নাকি সেই সব খবর ধামাচাপা দিয়ে রেখেছে।
পুলিশের হাতে এই তথ্য এসে পৌঁছনোর পরই তাঁর খোঁজ শুরু করে নিউ আলিপুর থানা। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর নাম ‘পল্লবী ক্যাঙ্গারু কিডস’ হিসাবে উল্লেখ করা ছিল। নিউ আলিপুর ব্লক ই-এ ক্যাঙ্গারু কিডস নামে একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। প্রথমে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু পল্লবী নামে তাঁদের কোনো কর্মী নেই বলে জানিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ।
এর পর ওই স্কুলে পাঠরত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ স্মার্ট জুনিয়রস নামে হোয়াটসঅ্যাপ গ্রুপটি খুঁজে পায়। সেই গ্রুপের তথ্য অনুসরণ করেই পল্লবীকে খুঁজে বার করে পুলিশ। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকেও ওই মেসেজটি মুছে দিতে বলা হয়েছে।
এর আগেও চন্দ্রিমা ভৌমিক নামক এক মহিলাকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বেলেঘাটা আইডির চিকিৎসক করোনা আক্রান্ত বলে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিলেন তিনি।