পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের
শালবনি ব্লকের অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বছরের জন্য বিদ্যালয়ের নিজস্ব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানান, ছাত্র-ছাত্রীদের জন্য মজার মজার কিছু বিষয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ভাবা হয়েছিল। অঙ্ক দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতাগুলিকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উন্মাদনা ছিল দেখার মতো। আজকের অনুষ্ঠানটির পরিচালনা করেন বিদ্যালয়ের দুই শিক্ষক নির্মল মান্ডি ও অসীম কুমার দোলই। গতকাল হয়ে যাওয়া সাঁওতালি ভাষা দিবসের তাৎপর্য ছাত্র-ছাত্রীদের কাছে ব্যাখ্যা করেন বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীনারায়ণ হেমব্রম।