Mymensingha ‘ময়মনসিংহ প্রাক্তনী’র বাৎসরিক মিলনোৎসব

দেবব্রত গোস্বামী
আমাদের ভারত, কলকাতা, ১৯ জানুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যামেনিটি সেন্টার হলে আগামী রবিবার প্রাক্তনীর সদস্য/সদস্যাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। কলকাতার ডিসান হাসপাতালের সহযোগিতায় হবে এই আয়োজন। সদস্যদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের আয়োজন করা হবে বিকেল তিনটায় ত্রিগুনাসেন অডিটোরিয়ামে।

বাৎসরিক অনুষ্ঠানের সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জনাব আন্দালিব ইলিয়াস, সম্মাননীয় অতিথি ডা:সুগত মোহন বসু এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায় ।

উদ্যোক্তা সংগঠনের সাধারণ সম্পাদক প্রতনু কুমার লাহিড়ী এ কথা জানিয়ে বলেন, “এই অনুষ্ঠানে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে প্রাক্তনীর পক্ষে ‘ময়মনসিংহ রত্ন’ অভিধায় ভূষিত করা হবে। এছাড়া সংস্থার বরিষ্ঠ সদস্যদের সংবর্ধনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমতূল পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হবে। পরে প্রাণসংগীত বিষয়ে আলোচনা করবেন আচার্য সঞ্জয় চক্রবর্তী। পরিশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *