আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: আজ রবিবার প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের প্রথম পেশাগত সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বার্ষিক সাধারণ সভা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক সৌমনা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য আন্তঃজেলা সমন্বয়ক আলতাফ শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার কর, জেলা কমিটির সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ফোরাম অফ হেডমাস্টারস অ্যাড হেডমিস্ট্রেসেসের জেলা সভাপতি ড: অমিতেশ চৌধুরী। প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের দুঃখ, দুর্দশা ও যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটে এই সভায়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার বক্তব্য, বিদ্যালয়ের আভ্যন্তরীণ কর্মসূচি পালনের পাশাপাশি সরকারি নানা কর্মসূচি রূপায়ণে তারা আজ নানাভাবে বঞ্চিত। বেতন বৈষম্যের অন্যতম উদাহরণ আজ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারাই। শিক্ষার্থীদের নানারকম বৃত্তি প্রদান, বাংলার শিক্ষা পোর্টালে তথ্য তুলে ধরা, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের মতো গুরুত্বপূর্ণ সব কাজ বাস্তবায়িত হয় বিদ্যালয়ের মাধ্যমে।
বার্ষিক সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদনের উপরে উপস্থিত সদস্য সদস্যারা আলোকপাত করেন। আগামী ১ জানুয়ারি রাজ্যের বার্ষিক সভা হবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব জানান। ইতিপূর্বে সংগঠনের তরফে দাবিসনদ চিফ সেক্রেটারি, কমিশনার অফ এডুকেশন ও মাননীয়া মুখ্যমন্ত্রীর দপ্তরে ও পৌঁছে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক শিক্ষিকারা এভাবে বঞ্চিত হলে তারা বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এদিনের সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাগণ ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়।