করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা, বন্ধ হল রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান ও মহোৎসব

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ মার্চ: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বন্ধ করে দেওয়া হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান ও মহোৎসব। বেশি মানুষের সমাগমস্থলগুলি বন্ধ করে দেওয়ার সরকারি নির্দেশে এবছর ২৭ মার্চ থেকে ২৯ মার্চ রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল আশ্রম কর্তৃপক্ষ।

শুধু বাৎসরিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়াই নয়, তাদের অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভারত সেবাশ্রম সংঘের আবাসিক বিদ্যালয়গুলি থেকে পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আশ্রমের স্কুলগুলিতে ছুটে এসেছেন তাদের অভিভাবক অভিভাবিকারা। সারা দেশের সাথে করোনা আতঙ্কে সতর্কতামূলক ব্যাবস্থা নিতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনও।

রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বেশি মানুষের জমায়েতস্থল বন্ধ করার নির্দেশ আসায় এবছর ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল। আগামী ৩১ মার্চের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ছোট করে অনুষ্ঠান পালন করা হবে। এদিকে ভারত সেবাশ্রম সংঘের অধীনস্থ আবাসিক বিদ্যালয়গুলি থেকে ছেলেমেয়েদের নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদগ্রীব অভিভাবকরা স্কুলে এসে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *