কারা পাবেন এবারের পদ্ম সম্মান, বেছে দিক দেশবাসী, সাধারণ মানুষের কাছে মনোনয়নের আহ্বান মোদীর

আমাদের ভারত, ১১ জুলাই: বিরল কৃতিত্বের জন্য নাগরিকদের পদ্ম সম্মান দেওয়ার প্রথা চালু হয় ৬৭ বছর আগে। এবার সেই সম্ভাব্য সম্মান প্রাপকদের মনোনয়নের ভার তুলে দেওয়া হল দেশের জনতার হাতেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পদ্ম সম্মানের জন্য প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে টুইট করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “বহু বহু প্রতিভাবান মানুষ ভারতে রয়েছেন। তাঁরা তৃণমূল স্তরে একেবারে ব্যতিক্রমী কাজ করে চলেছেন প্রতিনিয়ত। বেশিরভাগ ক্ষেত্রেই তাকরা সকলের অগোচরে থেকে যান। কেউ তাদের কথা জানতেই পারেন না। অনুপ্রেরণা দেওয়ার মত এমন মানুষদের কি আপনারা চেনেন? যদি তাদের কথা আপনারা জানেন তাহলে টুইট করুন পিপলস পদ্ম এই হ্যাশট্যাগ দিয়ে। আগামী পনেরোই সেপ্টেম্বর এর মধ্যে তাদের নাম জানাতে পারেন পদ্ম অ্যাওয়ার্ডস ডট জিওভি ডট ইন-ও।

এমনকি কেউ মনে করলে নিজেই এই সম্মানের জন্য নিজের মনোনয়ন করতে পারেন বলে জানা গেছে। ১৯৫৪ সালে থেকে দেশের নাগরিকদের জন্য দুটি সর্বোচ্চ অসামরিক সম্মান চালু করা হয়– একটি ভারতরত্ন অন্যটি পদ্ম সম্মান। পরবর্তীতে এই পদ্ম সম্মান তিনটি ভাগে বিভক্ত করা হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। প্রতিবছর ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে সম্মান প্রাপকদের হাতে সম্মান ও মানপত্র তুলে দেওয়া হয়। রাষ্ট্রপতি এই সম্মান প্রদান করেন।

তবে এতদিন এই সম্মান কারা পাবেন তার মনোনয়নের ভার সাধারণ মানুষের হাতে ছিল না। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর এক্ষেত্রে একটু অন্য ভাবনা চিন্তা শুরু হয়। পদ্ম সম্মান প্রাপকদের মনোনয়নের ভার এবার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনলাইনে এই সম্মানের জন্য মনোনয়নের সুপারিশের আহ্বান জানিয়েছে দেশবাসীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *