eviction, Medinipur, মেদিনীপুর ক্যানেল পাড়ে বস্তিবাসীদের উচ্ছেদের ঘোষণা, পাঁশকুড়া পৌরসভায় বিক্ষোভ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারী গরিব মানুষকে উচ্ছেদ করার বিরুদ্ধে আজ পাঁশকুড়া পৌরসভায় বস্তি উন্নয়ন কমিটির ডাকে প্রায় সহস্রাধিক মানুষ ডেপুটেশন ও বিক্ষোভ দেখায়। মেদিনীপুর ক্যানেলের পাড়ে সিধু- কানহু স্ট্যাচুর সামনে থেকে ক্যানেল বাজার হয়ে পৌরসভা পর্যন্ত মিছিল হয়।

গত দুদিন আগে, পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে মাইকিং করে ঘোষণা করা হয় সরকারি সেচ দপ্তরের জায়গায় বসবাসকারী সমস্ত মানুষকে ৪৮ ঘণ্টার মধ্যে উঠে যেতে হবে। নাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই এই এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আজ স্বতঃস্ফূর্তভাবে আতঙ্কিত মানুষ পৌরসভার সামনে ক্ষোভে ফেটে পড়েন।

প্রমিলা জানা, ইশানা বিবি, রূপালী আচার্য, মঞ্জুরা বিবিরা বলেন, “আমরা গরিব মানুষ। মজুর খেটে, লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাই। আমাদের জমি- জায়গা নেই। ক্যানেল পাড় থেকে উচ্ছেদ করলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে আমরা কোথায় যাব? যে কোন মূল্যে আমরা এই উচ্ছেদ রুখবো।”

পৌরসভার চেয়ারপার্সন অনুপস্থিত থাকায় ভাইস চেয়ারপার্সন ডেপুটেশন গ্রহণ করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখনই কোনো উচ্ছেদ হবে না। আমরা সার্ভে করবো। যদি কাউকে উচ্ছেদ করা হয়, তার আগে পুনর্বাসন দেওয়া হবে। আজকের বিক্ষোভ ও গণ ডেপুটেশনে নেতৃত্ব দেন দীপঙ্কর মাইতি, লক্ষ্মীকান্ত সাঁতরা, কার্তিক বর্মন, বিনয় শাসমল, সিক্তা মাজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *