Animal Resource Development Week, কেশপুরে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন, ৫০০ জনকে মুরগির বাচ্চা বিতরণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: আজ কেশপুর ব্লকের শহিদ ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে জেলা স্তরের প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানি মাইতি, জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষরা। ছিলেন দলনেতা মোহাম্মদ রফিক, অতিরিক্ত জেলাশাসক বিশ্বরঞ্জন মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের তাৎপর্য সহ দপ্তরের বিভিন্ন পরিষেবা ও পরিকল্পনা আলোচনা করা হয়। মঞ্চ থেকে পুরস্কৃত করা হয় ভালো প্রাণী পালক এবং দপ্তরের একাধিক কর্মীকে। এই অনুষ্ঠান থেকে ৫০০ জন উপভোক্তাকে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *