নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ মার্চ:
করোনার আতঙ্কে কর্মহীন হয়ে পড়েছেন রাজ্যের হাজার হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। শুক্রবার কলকাতায় শ্রমিকভবনে সাংবাদিক বৈঠক করে এইকথা জানান সিটুর রাজ্য সম্পাদক অনাদি শাহু। তিনি বলেন, এরাজ্যের কাজ হারানো শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করুক রাজ্য সরকার।
তিনি বলেন, কেরল সরকার যদি সেখানকার সাধারণ মানুষের জন্য এক মাসের রেশন সহ একাধিক পরিষেবা দিতে পারে তাহলে এ রাজ্যের সরকার কেন দিতে পারবে না। অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে করোনা নিয়ে শ্রমিকদের আতঙ্কিত হবার কোনও কারণ নেই বলে জানান রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের করোনা নিয়ে সচেতন হতে হবে। সবসময় নিজেদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবার খাওয়ার সময় ভালো করে হাত ধুয়ে নিতে হবে বলে জানান অনাদি শাহু।