অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুরের বৈতার কংসাবতী নদীর ঘাটে। মৃত মহিলা নাম নিহারিকা মন্ডল (৬৫)। বাড়ি বিনপুরের পলাশী গ্ৰামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত দেহ তুলতে গিয়ে গ্ৰামবাসীদের বাধার মুখে পড়েতে হয় পুলিশকে। গ্ৰামবাসীদের বক্তব্য অবিলম্বে বালি খাদানগুলো বন্ধ করতে হবে। প্রতি নিয়ত কংসাবতী নদী থেকে বালি তোলায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।অবশেষে দফায় দফায় আলোচনার পর পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে পাঠিয়েছে।