অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর:
হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রেঞ্জের গোবিন্দ পুর জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায় রবি মাহাতো নামে এক বৃদ্ধ, বয়স ৫০ বছর টিয়াকাটিতে মুরগির লড়াই করে বাড়ি ফিরছিলেন। গোবিন্দ পুর জঙ্গলে তিনি হাতির সামনে পড়ে যান। হাতি তাকে তুলে আছাড় মারে, ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত হয়। এই ঘটনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

