আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ জানুয়ারি: লাইন পার হয়ে স্টেশনে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি হাবড়া স্টেশনের। বনগাঁ থেকে শিয়ালদা গামী ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তিনি। হাবড়া স্টেশনে কর্তব্যরত জিআরপি এবং রেল পুলিশের সহযোগিতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম পরিচয় জানা যায়নি এখনও।