আমাদের ভারত, ক্যানিং, ২৫ নভেম্বর: মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত কড়াকাটি গ্রামে একটি নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় এক মহিলার পচাগলা মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে দেহটি কার এবং কিভাবে এখানে এল সে বিষয়ে পুলিশ এখনো কোনও সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান খুন করেই ঐ মহিলার দেহ লোপাটের জন্য সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল।
বুধবার সকালে এ বিষয়ে তদন্ত করতে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ কর্মীরা পুনরায় ঘটনাস্থল খতিয়ে দেখেন। সেপটিক ট্যাঙ্ক সহ সমগ্র বাড়িটি ঘুরে দেখেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন তদন্তকারিরা। পাশাপাশি এই বাড়িটির পূর্বতন মালিক কৌশিক ঘোষ ও বর্তমান মালিক অনুপ গুপ্তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া বাড়িটির আশপাশে যে সমস্ত প্রতিবেশিরা রয়েছেন তাঁদের সাথেও তদন্তকারী পুলিশকর্মীরা কথা বলেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে বিশেষ কিছু অগ্রগতি হয়নি বলেই পুলিশ সূত্রের খবর। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় এই এলাকার একটি ফাঁকা বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। দেহটি কার এবং কিভাবে এখানে এল সে বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে।”