কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর :
অষ্টম শ্রেণির এক ছাত্রী নিজেই নিজের বিয়ে আটকে দিল।
ঘটনাটি ঘটেছে ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে।
জানাগেছে বীরসিংহ গ্রামের বাসিন্দা রিম্পা সানার বয়স মাত্র ১৪ বছর। বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিম্পা। গরিব পরিবারের মেয়েটির বাবা-মা ওইটুকু বয়সেই তার বিয়ের ব্যবস্থা করে। কিন্তু মেনে নিতে পারেনি রিম্পা, কারণ সে পড়াশোনা করতে চায়। বিয়ের বিরোধিতা করে ফল না মেলায় সে শুক্রবার তার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে কাঁদতে কাঁদতে ছুটে আসে। সে প্রধান শিক্ষিকাকে সবকিছু জানায়।
এরপর স্কুলের পক্ষ থেকে ঘাটাল থানা এবং চাইল্ড লাইনে যোগাযোগ করা হয়। পুলিশ এবং চাইল্ড লাইন রিম্পার বাড়িতে যায়। তার বাবা-মাকে বোঝায় যে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এখন তাকে পড়াতে হবে। এই মর্মে তাদের দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। রিম্পা জানিয়েছে, সে এখন পড়াশোনা করতে চায়।