রাজেন রায়,কলকাতা, ৩০ নভেম্বর: মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে সংশয় আরও প্রবল তৃণমূলের অন্দরে। শুভেন্দু তার নিজস্ব জনসমর্থন তৈরি করে তৃণমূলকে কোনও বড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তা অনুমান করতে পারছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার শাসকদলের রক্তচাপ আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার শাসক দলের প্রতি যে মানুষের জনসমর্থন অক্ষুন্ন রয়েছে, তা দেখাতে পাল্টা নতুন পোস্টার পড়তে শুরু করল বিভিন্ন জেলায়। ঘাসফুল শিবিরের সৈনিকদের সেই পোস্টারে লেখা থাকছে’ আমরা দিদির সঙ্গে।’
যাঁরা মনে করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তাঁর উত্থান, তাঁরা ইতিমধ্যেই শুভেন্দুকে মীরজাফর-গদ্দার বলে আক্রমণ করছেন। এর মধ্যেই ‘আমরা দাদার অনুগামী’র পাল্টা লোগো তৈরি করে ফেলেছেন ঘাসফুল শিবিরের সৈনিকরা। তার মূল মন্ত্র- ‘দিদির সঙ্গে’। সেই বিশেষ লোগো শোভা পাচ্ছে ‘দিদির সৈনিক’দের ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিপিতে। ঠিক যেমনভাবে শুভেন্দু অনুগামীরা তাদের হোয়াটসঅ্যাপ ডিপি পাল্টে ‘আমরা দাদার অনুগামী’ এই ছবিটি রেখেছেন, ঠিক তেমনই ঘাসফুল শিবিরের সৈনিকদের হোয়াটসঅ্যাপের ডিপিতে শোভা পাচ্ছে ‘আমরা দিদির সঙ্গে।’ সূত্রের খবর, ‘আমরা দাদার অনুগামী’র কায়দায় ‘দিদির সঙ্গে’ লোগো শোভা পাবে টি-শার্ট থেকে টুপিতেও।
শুক্রবার শুভেন্দু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতেই কালীঘাটে নিজের বাড়িতে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু পর্ব দূরে সরিয়ে রেখে দলের সংগঠন মজবুত করতে ময়দানে নামার নির্দেশ দেন মমতা।
নয়া এই লোগোতে লেখা, ‘আওয়াজ উঠেছে বঙ্গে/ আমরা দিদির সঙ্গে’। যুব থেকে ছাত্র নেতারা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ডিপি রাখতে শুরু করে দিয়েছেন এই ‘দিদির সঙ্গে’ লোগো। একুশের মহারণে ঘাসফুল বনাম পদ্মফুল টক্করের আগে রাজ্যে দিদি বনাম দাদার সৈনিকদের নেটযুদ্ধ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক-বিরোধী লড়াই হলেও একই দলের দুই মহারথী সোশ্যাল মিডিয়ায় দলভাগের এই ধরনের নেট যুদ্ধ এই প্রথম।