সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২মে: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ র রোড শোতে আবেগে আপ্লুত বাঁকুড়া।বাঁকুড়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের সমর্থনে আজ বিকেলে রোড শো করেন অমিত শাহ।
তাঁর আগমন উপলক্ষে সকাল থেকেই সাজো সাজো রব। লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত রোড শোর যাত্রাপথে কোথাও ছোট মঞ্চ করে গানের অনুষ্ঠান, কোথাও নাচের, কোথাও আবার জায়েন্ট স্ক্রিনে রোড শোর লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয়েছিল। নির্ধারিত সময়ের কিছু পরে হেলিকপ্টারে নামার সঙ্গে সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষারত কর্মী সমর্থকরা তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকেন। সেখান থেকে সুসজ্জিত গাড়িতে উঠে তিনি জনতার উদ্দেশ্য হাত নেড়ে অভিবাদন গ্ৰহন করেন।
রোডশো চলাকালীন তাঁকে ফুলের পাপড়ি ছুড়ে, কোথাও প্রদীপ জ্বালিয়ে বন্দনা করেন সাধারণ মানুষ। প্রত্যুত্তরে তিনি রাস্তার দুপাশে উৎসুক জনতার উদ্দেশ্য ফুলের পাপড়ি ছুড়ে দেন। তাঁর গাড়ির সামনে এবং পিছনে মানুষের ঢল। কারো হাতে নরেন্দ্র মোদীর ছবি, তো কারোর হাতে অমিত শাহের ছবি।মিছিলে ঢাক, বাজনা নিয়ে নাচতে থাকে যুবকের দল। মিছিলে জনপ্লাবন দেখে বিজেপি কর্মীদের বক্তব্য জয় নিশ্চিত, এই লোকসমাগম তারই সঙ্কেত।