আমাদের ভারত, ৯ আগস্ট: ভারতবাসীকে ‘আগস্ট বিপ্লব দিবস’-এর শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার তিনি এক বার্তায় লিখেছেন, ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতিতে, আমি স্বাধীনতার সমস্ত বীরদের অভিবাদন জানাই। দেশবাসীকে শুভেচ্ছা জানাই ‘আগস্ট বিপ্লব দিবস’-এর। ১৯৪২ সালের এই দিনে গান্ধীজি ‘ডু অর ডাই’ স্লোগান দিয়ে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। গান্ধীজির নেতৃত্বে দেশবাসী ‘ব্রিটিশ ভারত ছাড়ো’ প্রস্তাবকে আত্মস্থ করে এবং স্বাধীনতার জন্য দেশব্যাপী প্রচার শুরু করে। দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব উৎসর্গকারী অমর মুক্তিযোদ্ধাদের কাছে এ দেশ চির ঋণী থাকবে।
প্রসঙ্গত, ১৯৪২ সালের ৮ আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি তাঁর ভাষণে বলেন, “করেঙ্গে ইয়ে মরেঙ্গে” (করব না হয় মরব)। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তা সত্ত্বেও ব্রিটিশ প্রশাসন আন্দোলনকারীদের গ্রেফতার ও দমননীতি চালায়। গান্ধীজির এই আন্দোলন ঘোষণার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম সারির সব কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্রতর হয়। অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং কয়েকটি করদ রাজ্য সেই সময় ব্রিটিশদের সমর্থন করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে তবে কংগ্রেসের দাবি নিয়ে আলোচনা করা হতে পারে। ১৯৪২ সালের ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্রতর আকার নেয় বলে এই দিনটিকে ভারতছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস হিসেবে চিহ্নিত করা হয়।