আমাদের ভারত, ৩ জানুয়ারি: “রানি ভেলু নাচিয়ারকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাই।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, নাচিয়ার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে তামিলনাড়ুর শিবগঙ্গায় তাঁর রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। তাঁর চিরস্থায়ী উত্তরাধিকার আমাদের একটি মহান জাতি গঠনের পথে নিয়ে যাবে।
প্রসঙ্গত, ভেলু নাচিয়ার (৩রা জানুয়ারি ১৭৩০– ২৫শে ডিসেম্বর ১৭৯৬) আনুমানিক ১৭৮০- ১৭৯০ পর্যন্ত শিবগঙ্গা রাজ্যের রানি ছিলেন। তিনি প্রথম রানি হিসাবে ভারতে ব্রিটিশ উপনিবেশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি তামিলদের কাছে বীরামঙ্গাই (সাহসী নারী) হিসাবে পরিচিত। ৩১ ডিসেম্বর ২০০৮ সালে তার নামে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।