Amit Shah, Madan Mohan Malviya, মদন মোহন মালব্যকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: মদন মোহন মালব্যকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “মহান সমাজ সংস্কারক এবং দেশের শিক্ষা বিপ্লবের জনক মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্যজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। দেশে যখনই শিক্ষাকে পরিবর্তন ও সামাজিক ন্যায়বিচারের মাধ্যম করার কথা বলা হয়, তখনই মালব্যজির নাম মনে আসে। ‘বেনারস হিন্দু ইউনিভার্সিটি’র মাধ্যমে একদিকে তিনি তরুণদের মধ্যে আধুনিকতা ও ঐতিহ্যের বীজ বপন করেছিলেন। অন্যদিকে মাতৃভাষা ও সনাতন সংস্কৃতি রক্ষায় তিনি আজীবন নিবেদিত ছিলেন। মালব্যজির জীবন ও দর্শন সমতাবাদী সমাজ গড়ার পথে এক মাইলফলক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *