BIG BREAKING: দিল্লির সাম্প্রতিক ঘটনার জের, রাজ্যে আসছেন না অমিত শাহ

রাজেন রায়, কলকাতা, ২৯ জানুয়ারি: মুহূর্তে এলোমেলো হয়ে গেল সমস্ত হিসাব। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুদিনের রাজ্য সফরে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যাওয়া ছাড়াও হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিভিন্ন তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে জানা গেল, দিল্লিতে ইজরায়েলী দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার কারণে দু’দিনের সফরে রাজ্যে আসছেন না তিনি।

এ দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দিল্লির সাম্প্রতিক ঘটনার জেরে রাজ্যে আসছেন না অমিত শাহ। তাঁর দু’দিনের সফরসূচি বাতিল করা হয়েছে। আজই তাঁর আসার কথা ছিল। আগামীকালের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। রবিবার হাওড়ার ডুমুরজলায় সভা করার কথা ছিল তাঁর। ওই সভা হবে। তবে দিল্লি থেকে কেউ আসবেন কি না, তা এখনও স্থির হয়নি।” একই সঙ্গে তিনি বলেন, আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে পরবর্তীতে তিনি রাজ্যে আসবেন। কবে আসবেন, সেটা দিল্লি থেকে স্থির করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *