আমাদের ভারত, ১১ ডিসেম্বর: বাংলাদেশে অশান্তির আবহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়িতে যাবেন তিনি। প্রতিবেশী বাংলাদেশে চলতে থাকা অশান্তির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারকে ঘিরে প্রথম থেকেই প্রশ্ন ওঠে যে, এই সরকার কতটা পরিস্থিতি সামলাতে পারবে? আশঙ্কা অনুযায়ী কয়েক মাস কাটতে না কাটতেই দেখা গেছে বাংলাদেশে অশান্তির পরিবেশ। চরম অত্যাচারিত হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। যার প্রভাব পড়েছে এই রাজ্যেও। বিভিন্ন জায়গায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সেই সঙ্গে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেখানে বাড়ানো হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী, বাড়ানো হচ্ছে নজরদারি।
এহেন পরিস্থিতিতেই আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়ির রানিডাঙায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। তাঁর এই সফর ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই সফরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সম্পর্কে ওয়াকিবহাল হতেই কি তিনি আছেন? কারণ একদিকে এখানে যেমন বিএসএফের ক্যাম্প রয়েছে, অপরদিকে এসএসবির ক্যাম্প রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি জায়গার চিকেন নেক শিলিগুড়ির।
সীমা সুরক্ষা বল অর্থাৎ এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার শিলিগুড়ির রানীডাঙায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন এসএসবি’র শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি সুধীরকুমার। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ি রানিডাঙ্গা এসএসবি’র প্রতিষ্ঠা দিবস প্যারেডে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে। সঙ্গে টোটো উপজাতির মার্শাল আর্ট প্রদর্শনী হবে।