আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: বৃহস্পতিবার ‘বীর বাল দিবসে’ সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক্সবার্তায় তিনি লিখেছেন, ‘বীর বাল দিবসে’, আমি গুরু গোবিন্দ সিং’জির চার সাহেবজাদার সাহসিকতা, দেশপ্রেম এবং ভক্তিকে সালাম জানাই। এই সাহেবজাদারা তাঁদের জীবন উৎসর্গ করতে মেনে নিলেও ধর্ম ও আত্মসম্মানের সাথে কখনো আপস করেননি। এই দিনটি আগামী প্রজন্মকে এই চার সাহেবজাদার জীবন থেকে শিক্ষা নিতে অনুপ্রাণিত করবে। ‘বীর বাল দিবস’-এর মাধ্যমে চার সাহেবজাদার বীরত্বগাথা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে মোদী সরকার।”