আমাদের ভারত, ১৪ জানুয়ারি: মঙ্গলবার শুভ দিনে বিভিন্ন ভাষায় শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “মকর সংক্রান্তি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অটুট বিশ্বাসের উৎসব। শক্তি, উদ্দীপনা ও অগ্রগতির এই পবিত্র উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা।”
ইংরেজি ও অসমীয়া ভাষায় অমিতবাবু লিখেছেন, “অসমের ভাই ও বোনদের মাঘ বিহুর শুভেচ্ছা। সম্মিলিত চেতনায় উদযাপন করা হয় সমাজ ও প্রকৃতির সাথে আমাদের ঐক্যের স্মারক। উৎসবগুলি আমাদের জীবনকে আনন্দ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে আশীর্বাদ করুক।”
ইংরেজির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় অমিতবাবু লিখেছেন, “পোঙ্গল উপলক্ষে আমাদের তামিল বোন ও ভাইদের উষ্ণ শুভেচ্ছা। প্রকৃতির সাথে আমাদের বন্ধনের উদযাপন সবার জন্য প্রাচুর্য, সুখ এবং মঙ্গল কামনা করে। আমাদের তেলুগু বোন ও ভাইদের মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। ‘ভোগী’, ‘সংক্রান্তি’ এবং ‘কানুমার’ আমাদের মহান ঐতিহ্যের সাথে, নতুন উদ্দীপনার সাথে জীবনকে আলিঙ্গন করার সময়। ঈশ্বর আমাদের উদ্যম, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির আশীর্বাদ দিন।”