নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জানুয়ারি:
রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে ট্যুইট করে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ বলেন, আজাদ হিন্দ বাহিনী গঠন করার জন্য রাসবিহারী বসুর ভূমিকা ছিল। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। রাসবিহারী বসুর আত্মত্যাগ দেশ কখনো ভুলবে না বলে জানিয়েছেন অমিত শাহ।
পাশাপাশি রাসবিহারী বসুর কথা স্মরণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে রাসবিহারী বসুর আত্মত্যাগ কখনোই ভুলবেনা দেশবাসী। তার প্রয়াণ দিবসে আজাদহিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাই বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।