আমাদের ভারত, ২০ আগস্ট: “মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অবাধ ও সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাঁকে এখনই পদত্যাগ করতে হবে।” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
অমিতবাবু লিখেছেন, “এখন, পশ্চিমবঙ্গ সরকার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলঙ্কিত অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের জন্য একটি এসআইটি গঠন করেছে। ৪ জন আইপিএস অফিসার এসআইটির অংশ। আর্থিক অপরাধ তদন্তে পুলিশ কর্মকর্তারা কতটা উপযুক্ত? এটা সন্দীপ ঘোষকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।
পশ্চিমবঙ্গ পুলিশ ঠিক সময়েই সন্দীপ ঘোষকে গ্রেফতার করবে, যাতে সিবিআই তাকে হেফাজতে নিতে না পারে।”