আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী নতুন বিতর্কে জড়ালেন। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে তিনি সংসদে আসেন। যা নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। কংগ্রেসকে নয়া মুসলিম লীগ বলে তোপ দেগেছেন এই পদ্ম নেতা। তাঁর কটাক্ষ, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধীর চেয়েও বড় বিপর্যয় আনবে কংগ্রেসের জন্য।
শীতকালীন অধিবেশনের শেষে কংগ্রেসের জন্য দু’ মিনিটের নীরবতা পালন করা উচিত বলেও প্রস্তাব দিয়েছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এই অধিবেশনের শেষে কংগ্রেসের প্রত্যেকের জন্য দু’ মিনিটের নীরবতা পালন করুন। যারা বিশ্বাস করেছিল যে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা দীর্ঘ প্রতীক্ষিত সমাধান, তাদের বোঝা উচিত ছিল যে রাহুল গান্ধীর চেয়েও বড় বিপর্যয় তার বোন। যিনি মনে করেন সংসদে প্যালেস্টাইনের সমর্থনে ব্যাগ খেলা, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, এটা ঠিক। মুসলমানদের কাছে ঘৃণ্য সাম্প্রদায়িক পুণ্যের ইঙ্গিত এখন পুরুষতন্ত্রের বিরুদ্ধে অবস্থান হিসাবে ঢেকে রাখা হয়েছে। কোন ভুল করবেন না, কংগ্রেস হল নিউ মুসলিম লীগ।”
৭ অক্টোবর ইসরাইলের বুকে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। যার প্রতিবাদে গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারপর থেকে গাজায় যুদ্ধ জারি রয়েছে। এদিকে প্যালেস্টাইনেরদের সমর্থনে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। ওয়ানারে সংসদ নির্বাচিত হয়ে প্রথম সংসদ অধিবেশনে ইসরাইলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। এরপর সোমবার তাকে দেখা গেল এক বিশেষ ব্যাগ কাঁধে নিয়ে সংসদে আসতে। আর এই ব্যাগ নজর কেড়েছে সবার, কারণ ব্যগটিতে বড় অক্ষরে লেখা আছে প্যালেস্টাইন।