আমাদের ভারত, ১৪ এপ্রিল: বি আর আম্বেদকর জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মহান সমাজ সংস্কারক এবং ভারতের সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে গভীরভাবে স্মরণ করছি। আসুন আমরা সর্বদা মনে রাখি যে সংবিধান আমাদের গণতন্ত্রের পবিত্র গ্রন্থ।”
প্রসঙ্গত, ভীমরাও রামজি আম্বেদকর (১৪ এপ্রিল ১৮৯১ – ৬ ডিসেম্বর ১৯৫৬) বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত ছিলেন। আইনবিদ ছাড়াও রাজনৈতিক নেতা,
বৌদ্ধ আন্দোলনকারী ও পুনর্জাগরণবাদী, দার্শনিক, চিন্তাবিদ, পণ্ডিত, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, লেখক, অর্থনীতিবিদ, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী প্রভৃতি পরিচয় ছিল তাঁর।
অনয়দিকে ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীতে, আমি ভারতীয় সংবিধানের দূরদর্শী স্থপতিকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। যখন গণতন্ত্র এবং সাংবিধানিক নীতিগুলি হুমকির মুখে, এমন এক সময়ে আসুন আমরা তাঁর শিক্ষা থেকে শক্তি অর্জন করি এবং তাঁর প্রিয় মূল্যবোধগুলিকে সমুন্নত রাখার চেষ্টা করি!”
প্রসঙ্গত, বাবাসাহেব ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি ও ভারতের সংবিধানের
মুখ্য রচয়িতা ছিলেন। ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধাও ছিলেন। ২০১২ সালে হিস্ট্রি টি. ভি.১৮ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটে তিনি ‘শ্রেষ্ঠ ভারতীয়’ নির্বাচিত হন।