আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ এপ্রিল: ব্যারাকপুর লোকসভার বিভিন্ন বিধানসভায় মাঝে মধ্যেই বিজেপি প্রার্থী অর্জুন সিং’য়ের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার ছবি সামনে আসছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনেও বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের।
ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিং’য়ের সমর্থনে দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগগুলি সব তৃণমূলের বিরুদ্ধে। ওই এলাকার বেশ কয়েকটি দেওয়ালে কালি লাগিয়ে দিয়েছে কেউ বা কারা। যা ঘিরে আজ জগদ্দল থানার পুলিশের কাছে ডেপুটেশন দিল ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্ব। বেশ কিছুক্ষণ বিজেপি কর্মী সমর্থকরা। গোটা ঘটনার জন্য পুলিশের সাথে কথা বলতে থানায় পৌছান ভাটপাড়ার বিধায়ক পবন সিং, তৃণমূল ত্যাগী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্ব।