আমাদের ভারত, হাওড়া, ১৯ ডিসেম্বর: সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জগৎবল্লভপুর থানার মাজুক্ষেত্র গ্রামে। নিহত গৃহবধূর নাম সুপ্রিয়া মন্ডল (২৮)। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী নরোত্তম মণ্ডলকে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে জয়পুরের সেহাগড়ি গ্রামের বাসিন্দা সুপ্রিয়ার সঙ্গে বছর ১২ আগে জগৎবল্লভপুরের মাজুক্ষেত্র গ্রামের বাসিন্দা পেশায় আখের রস বিক্রেতা নরোত্তম মন্ডলের বিয়ে হয়। আখের রস বিক্রি করে সেভাবে আয় না হলেও নরোত্তম তার আয়ের টাকার বেশিরভাগই নেশার পিছনে ব্যয় করত। যেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি লকডাউনে নরোত্তমের আয় প্রায় তলানিতে ঠেকলেও তার নেশা কমেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশার টাকা কম পড়লেই নরোত্তম সুপ্রিয়ার উপর অত্যাচার চালাত। জানা গেছে শুক্রবার রাতে নরোত্তম নেশা করে বাড়ি ফিরে পুনরায় টাকার জন্য অশান্তি করতে থাকে। অশান্তি চরমে উঠলো নরোত্তম একটি কাস্তে দিয়ে সুপ্রিয়া কে কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে আটক করে পরে তাকে গ্রেফতার করে।