আমাদের ভারত, হাওড়া, ৪ ডিসেম্বর: তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক ঘটনার প্রতিবাদে উদয়নারায়ণপুরে বিজেপির বাইক মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শুক্রবার বিকেলের এই ঘটনায় বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি একাধিক গাড়িতে ভাঙ্গচুর চালানো হয় এবং বোমাবাজি করা হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলেও দাবি বিজেপি নেতাদের। যদিও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সূত্রের খবর, তৃণমূল সরকারের একাধিক বিষয় নিয়ে শুক্রবার ভারতীয় জনতা যুব মোচা রাজ্যজুড়ে বাইক মিছিলের ডাক দিয়েছিল। সেইমত শুক্রবার বিকেলে উদয়নারায়ণপুরের খিলা থেকে মিছিল শুরু হয়। এদিন বিজেপি নেতা ভোলা সামুই, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সহ-সভাপতি রমেশ সাধুখাঁ, জেলার সাধারণ সম্পাদক সুরজিৎ মন্ডলের নেতৃত্বে পাঁচ শতাধিক বাইক ও শতাধিক টোটো নিয়ে মিছিল রাজাপুরের উদ্দ্যেশে রওনা দেয়। বিজেপি নেতাদের অভিযোগ, মিছিল রতনপুর এলাকায় পৌঁছলে এলাকার তৃণমূল আশ্রিত
দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। কর্মীদের মারধর করার পাশাপাশি গাড়ি ভাঙ্গচুর করে। এমনকি বোমাবাজির অভিযোগ করে বিজেপি নেতারা। তাদের দাবি, ঘটনায় তাদের ৬ কর্মী আহত হয়েছে।

ঘটনা সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় বলেন, উদয়নারায়ণপুর দীর্ঘদিন ধরেই হাওড়া জেলার সন্ত্রাস কবলিত এলাকা। যদিও সম্প্রতি বিধানসভার মানুষ সেই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির প্রতি আস্থা দেখাচ্ছিল। আর এতেই তৃণমূল আতঙ্কিত হয়ে এই হামলা চালিয়েছে।
যদিও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার দাবি, বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের দলের কর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, শুক্রবার বিকেলে মিছিল চলার সময় রতনপুর এলাকায় শশ্মানযাত্রীদের সাথে বিজেপি কর্মীদের বচসা বাধলে বিজেপি কর্মীরা শশ্মানযাত্রীদের মারধর করে। ঘটনার সময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের বাঁচাতে এলে বিজেপি কর্মীরা তাদেরও মারধর করে এবং এলাকায় থাকা দোকান ও বাড়ি ভাঙ্গচুর করে। সমীর পাঁজা অভিযোগ করেন, শান্ত উদয়নারায়ণপুরকে অশান্ত করার লক্ষ্যে বিজেপি এই সমস্ত কার্যকলাপ করছে। আমতা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

