আমাদের ভারত, হাওড়া, ২৮ নভেম্বর: ভোটার তালিকা নিয়ে আলোচনা করার সময় হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায় বিজেপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতের এই ঘটনায় বিজেপির মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় বিজেপির পক্ষ থেকে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, শুক্রবার রাতে বাঁকড়া পশ্চিমপাড়ায় ভোটার তালিকা নিয়ে বিজেপি কর্মীরা আলোচনা করছিল। অভিযোগ রাত ৯টা তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা আচমকা সেখানে এসে লাঠি, বাঁশ, লোহার রড দিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় বিজেপির ডোমজুড় ৪ নং মন্ডলের সভাপতি শেখ নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন আহত হয়। রাতেই আহতদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ডোমজুর এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এই আতঙ্কেই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় অচেনা লোক দেখে বাসিন্দারা তাদের পরিচয় জানতে চাইলে তারা কটুক্তি করে। এরপরেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মারধর করেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।