আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ মে : ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো বীরভূম লোকসভার কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট বিধানসভার ১৪৯ নম্বর বুথ বগটুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের বুথে।
এদিন সকাল থেকেই ওই বুথে ভোট বন্ধ ছিল। চার চারটি মেশিন পরিবর্তন করেও লাভ হয়নি। খবর পেয়ে গ্রামে যান মিল্টন রশিদ। তিনি গাড়ি থেকে নেমে বসে থাকা ভোটারদের দিকে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দেন। এতেই ক্ষেপে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। ক্ষোভের মুখে পরে এলাকা ছাড়েন মিল্টন। পরে অবশ্য মিল্টন বলেন “ওরা ভুল বুঝেছে। আমি কংগ্রেস প্রার্থী। আমি সমস্ত বুথে যেতে পারি। ভোটারদের কোনওভাবেই প্রভাবিত করিনি।”
তৃণমূল কর্মী নাজিমুল হক বলেন, “মিল্টন এখানে এসে ভোটারদের প্রভাবিত করছিল। তাই আমরা প্রতিবাদ করেছি।”