বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক কার্ড বানিয়ে রেশন তোলার অভিযোগ তৃণমূলের

আশিস মন্ডল, রামপুরহাট, ৬ জুন: বিজেপি নেতারা অসৎ উপায়ে পরিবারের সদস্যদের একাধিক রেশন কার্ড করে খাদ্য সামগ্রী তুলে নিয়েছে। এমনই অভিযোগ করলেন বীরভূমের ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। যদিও শাসক দলকে চাল চোরের সঙ্গে তুলনা করেছেন বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে ভুয়ো রেশন কার্ডের অভিযোগ তুলে বিডিও অফিসের দ্বারস্থ হন তালোয়া গ্রাম পঞ্চায়েতের আড়াল গ্রামের বাসিন্দা অতনু চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল প্রশাসন ও শাসক দলের সঙ্গে যোগসাজশে রেশন ডিলার একাধিক পরিবারের নামে একাধিক নামে রেশন কার্ড করে রেশন সামগ্রী আত্মসাৎ করছে। এমনকি মৃত ব্যক্তির নামেও রেশন সামগ্রী তোলা হচ্ছে। এই অভিযোগের পর শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির নেতার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ তুললেন বিধায়ক। অভিজিৎবাবু বলেন, “ওই বিজেপি নেতা গোপনে পরিবারের নামে তিনটি কার্ড করে সামগ্রী তুলেছেন। কয়েকদিন আগে ডিলারের কাছ থেকে কিছু চাল এবং মোটা টাকা দাবি করেছিলেন। ডিলার দিতে না চাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে”।

বিধায়কের সুরে সুর মিলিয়েছেন ডিলার সিরাজুল হকও। তিনি বলেন, “শুধু ওই পরিবার নয় বেশ কয়েকটি পরিবার একাধিক কার্ড করে খাদ্য সামগ্রী তুলছে। এমনকি মৃত ব্যক্তির নামেও খাদ্য সামগ্রী তোলা হয়েছে”।

যদিও অতনুবাবু বলেন, “রেশন ডিলার আর সাওক দলের নেতারা চোরে চোরে মাসতুতো ভাই। একেই বলে চোরের মায়ের বড় গলা। শাসক দলের নেতারা চাল চোর। এই শব্দ গোটা রাজ্য জানে। শাসক দলের নেতা হোক কিংবা বিধায়ক সকলে রেশন ডিলারদের সঙ্গে যোগশাজস করে চাল, গম, আটা চুরি করে চলেছে। কেরোসিনের জন্য বেশি টাকা নেওয়া হচ্ছে। চুরির দায়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্য দফতরের মুখ্য সচিবকে। আমরা চাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে কে চোর তা প্রকাশ্যে আসবে। আর বিধায়ক ভাবছেন চাল চুরির পয়সায় বিধানসভার বৈতরণী পার হবেন, সে গুড়ে বালি। মানুষ সব জেনে গিয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *