আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জানুয়ারি: বাড়ির পাশে মদ খেতে বাধা দেওয়ায় এক পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ উঠল এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর ওই পরিবারকে খুন করার হুমকি দেয় দুষ্কৃতীরা। যদিও পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ঘোলা থানার নবপল্লি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর আড়াটে নাগাদ এলাকার কয়েকজন দুষ্কৃতী নিতাই সাহার বাড়ির পেছনে বসে মদ খাচ্ছিল। সেই সময় তাঁর ছোট ছেলে শুভ সাহা সেখানে মদ খেতে বাধা দেন। এই নিয়ে শুরু হয় বচসা। পরে মদ্যপ দুষ্কৃতীরা ২০ থেকে ২৫ জনের একটি দল নিয়ে এসে নিতাইবাবুর বাড়িতে হামলা চালায়। মারধর করা হয় নিতাইবাবু সহ তার বড় ছেলে রাজা সাহা ও শুভ সাহাকে। রাধর করে তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেয়। বাড়িতেও ভাঙ্গচুর করে। ঘটনার পর নিতাইবাবুকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
নিতাইবাবু বলেন, বাড়ির পাশে বসে মদ খেতে বাধা দেওয়া দুষ্কৃতীরা আমাদের সকলকে মারধর করে, বাড়ি ভাঙ্গচুর করে। এমনকি চলে যাওয়ার সময় রাতে এসে খুন করার হুমকি দেয়।
স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় পাল বলেন, এলাকায় কিছু দুষ্কৃতী নিত্যদিন তান্ডব চালাচ্ছে। প্রতিবাদ করতে গেলে বাড়ি গিয়ে হামলা আর খুন করার হুমকি দিচ্ছে। ঘটনার কথা প্রশাসনকে জানানো হয়েছে। ইতি মধ্যে এক দুষ্কৃতীতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে তিনি বলেন, এদের পেছনে যাদের হাত তাদের পুলিশ গ্রেফতার করুক।
ঘোলা থানার পুলিশ জানিয়েছে , অভিযোগ পাওয়া মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।