পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: সংসদে আগামী অধিবেশনে সমস্ত সাংসদদের আরজিকারের ঘটনা নিয়ে প্রস্তাব আনা উচিত, এমনটাই বললেন সাংসদ জুন মালিয়া। পাশাপাশি সংসদ থেকেই আইনকে আরো মজবুত করা উচিত বলেই মত সাংসদের।
আর জি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুর শহরে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করলেন সাংসদ জুন মালিয়া। একদিকে যখন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের অভিনব প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করছে, ঠিক তখনই মেদিনীপুর শহরের আরো একটি রাস্তা দিয়ে সাংসদ জুন মালিয়ার নেতৃত্বে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল শহর পরিক্রমা করল। সাংসদ জুন মালিয়া নিজে পা মিলিয়েছিলেন এদিনের এই প্রতিবাদ মিছিলে।