আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ: ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা। সেজন্য আপৎকালীন সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে। দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে তৈরি করা হচ্ছে আইসোলেশন সেন্টার। মেদিনীপুর মেডিকেল কলেজে এই আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে।
আগামী সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে এই মেদিনীপুর মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে রাখা হবে। তবে যে হারে এই রোগ চারিদিকে ছড়িয়ে পড়ছে তার জন্য গ্রামীণ হাসপাতালগুলিতেও দু-একটি করে বেডের ব্যবস্থা করা হচ্ছে। সেইমতো নারায়ণগড় ব্লকের মকরামপুরে কুড়ি শয্যা বিশিষ্ট করোনা আক্রান্ত আইসোলেশন ওয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেলদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের অধিকর্তা ডক্টর আশিস মণ্ডল ও স্থানীয় বিধায়ক প্রদ্যুোৎ ঘোষ।