আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার অল ইন্ডিয়া ভীম আর্মির পক্ষ থেকে মেদিনীপুর কোতওয়ালী থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। দু’মাস আগে শহরের কর্নেলগোলা এলাকায় দুষ্কৃতী হামলায় দুজন যুবকের মৃত্যু হয়। এরপর মৃতদের পরিবারের পক্ষ থেকে ঘটনায় অভিযুক্ত ১৬ জনের নামে কোতওয়ালী থানায়
এফআইআর করা হয়।
পুলিশ তদন্তে নেমে এ পর্যন্ত ৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকি ১১ জন অভিযুক্ত এখনও অধরা রয়েছে। ভীম আর্মির রাজ্য স্তরের প্রতিনিধিরা এদিন মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশের কাছে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ পলাতক অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান ভীম আর্মির নেতৃত্বরা। থানায় ডেপুটেশনের আগে শহরের নিমতলা এলাকায় একটি ভীম আর্মির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়।