আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি: মেদিনীপুর শহরে দলিত যুবক খুনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ অল ইন্ডিয়া ভীম আর্মির মেদিনীপুর শাখার উদ্যোগে একটি জনসভা করা হল মেদিনীপুর শহরের নিমতলা চকে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ভীম আর্মির সর্ব ভারতীয় সভাপতি ভিনয় রতন সিং। এদিনের সভা থেকে খুন হওয়া দলিত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি পাশাপাশি ঘটনায় যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় সভা থেকে। উপস্থিত ছিলেন ভীম আর্মির মেদিনীপুর শাখার রাজীব আহমেদ সহ অন্যান্যরা।