আমাদের ভারত, ১০ মার্চ: সরকারি কর্মীদের ধর্মঘট সমর্থন করল সারা বাংলা পরিচারিকা সমিতি।
সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক জয়শ্রী চক্রবর্তী এদিন এই প্রতিবেদককে জানান, “আজ রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষক, শিক্ষা কর্মী, ছাত্র, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, সরকার পোষিত কর্মচারীরা ধর্মঘট ডেকেছে। কেবল বকেয়া ডিএ’র দাবি নয়, স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিও রয়েছে। ডিএ ভিক্ষার দান নয়, এটা ন্যায্য অধিকার। অন্যেরা অনেকেই অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তাই বলে কেউ এ নিয়ে আন্দোলন করতে পারবে না – এ কেমন যুক্তি? সরকার মানুষকে ন্যায্য অধিকারের ভিত্তিতে আন্দোলনকারী হিসেবে দেখতে চায় না, তারা মানুষকে দেখতে চায় অনুগ্রহ প্রার্থী হিসেবে। ভোট সর্বস্ব রাজনৈতিক দলের এটাই বৈশিষ্ট্য।”