আমাদের ভারত,২৮ মার্চ:করোনা ভাইরাস আটকাতে বিশ্বের বেশির ভাগ দেশই লকডাউনের সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এখন ভারত, আমেরিকা, ব্রিটেন, ইতালি,স্পেন, চীন সব দেশেই শুরু হয়েছে লকডাউন। আর এই পরিস্থিতিতে প্রবল চাপ বাড়ছে ইন্টারনেটে। যেকোনো মুহূর্তে বড় বড় সার্ভার ক্রাশ করে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
লকডাউনের কারণে অধিকাংশ মানুষ ঘরে রয়েছেন। যার ফলে মোবাইলে ইন্টারনেট ব্যবহার হচ্ছে ব্যাপক হারে বেড়েছে। কেউ সিনেমা দেখছেন, কেউ খবর জানছেন,কেউবা ইউটিউব। আর যাদের ওয়ার্ক ফর্ম হোম চলছে তাদের তো নেট ব্যবহার করতেই হচ্ছে।
ভোডাফোন জানিয়েছে মোবাইল ইন্টারনেটের ব্যবহার ৫০% বেড়ে গেছে। ফলে এহেন পরিস্থিতি সামাল দিতে নেটফ্লিক্স থেকে শুরু করে ডিজনি সকলেই নিজেদের ভিডিওর কোয়ালিটি কমাতে শুরু করেছে। উন্নতমানের ভিডিওর জন্য বেশি ডেটা খরচ হবে। তাই ডেটার ব্যবহার না কমাতে পারলে প্রবল চাপ পড়বে সার্ভারে। আর তাতে সংকট আরো বাড়তে পারে।
জানা গেছে ইতিমধ্যেই ইউটিউব, গুগল তাদের ভিডিও কনটেন্ট কমানোর চিন্তা-ভাবনা শুরু করেছে। একই সঙ্গে কম ডাটা খরচ হয় এমন মানের ভিডিও আপলোডের চেষ্টা করছে তারা। যে হারে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে শেষ কয়েক দিনে তাতে যেকোনো মুহূর্তে বড় বড় সার্ভার ক্রাশ করে যেতে পারে। আর তাতে আরও বেশি করে সমস্যা বাড়বে কারণ শুধুমাত্র বিনোদনের জন্যেই ইন্টারনেটের উপর নির্ভরতা নয়। সারাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার সিংহভাগ নির্ভর করে আছে ইন্টারনেটের ওপর। তাই সার্ভার প্রোভাইডাররা সকলকে বারবার পরামর্শ দিচ্ছেন সংযত হয়ে ইন্টারনেট ব্যবহার করুন।