আমফান ও কালবৈশাখী ঝড়ে বিধবংসী এলাকা সরেজমিনে রাজ্যের স্বরাষ্ট্র সচিব

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ মে: আমফান ও কালবৈশাখী ঝড়ে উত্তর ২৪ পরগনার বনগাঁর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বনগাঁয় এসেছেন স্বরাষ্ট্র সচিব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন তিনি।

এদিন তিনি বনগাঁ এসডিও অফিসে উত্তর ২৪ পরগনা জেলাশাসক, উত্তর ২৪ পরগনার সভাধিপতি ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বনগাঁ এসডিও ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, বনগাঁ মহকুমায় ক্ষতিগ্রস্তদের লিস্ট তৈরি করে ভালো কাজ হয়েছে। সড়ক পথগুলি ক্লিয়ার হয়েছে, কোনও বড় রাস্তায় গাছ পড়ে নেই। একটু একটু করে বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক হচ্ছে। ডিজি জেনারেটরের ব্যবস্থা করে পিএইচই জল সরবরাহ শুরু হয়েছে।

মহাকুমায় ত্রাণ নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এটা ত্রাণ সরবরাহ নিয়ে বিক্ষোভ নয়। কয়েকটি বিক্ষিপ্ত এলাকায় এমন ঘটনা দেখা দিয়েছে। সেই সব জায়গায় বিডিও এবং এসডিও তালিকা তৈরি করে সঠিক প্রাপকদের হাতে ত্রাণ বা ত্রিপল পৌঁছে দেওয়ার কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *