আজ থেকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক শুরু হল চিত্রকূটে

আমাদের ভারত, ৯ জুলাই: করোনা পরিস্থিতিতে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনায় বসছে আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকার জানিয়েছেন, মধ্যপ্রদেশের চিত্রকূটে ৯ জুলাই থেকে চার দিন এই বৈঠক চলবে।

প্রতিবছর সাধারণত জুলাই মাসে এই বৈঠক হয়। তবে করোনার কারণে গত বছর চিত্রকূটের এই বৈঠক বাতিল করা হয়েছিল বলে সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকার জানান। এবার করোনা বিধি মেনে বৈঠকে শারীরিকভাবে অংশগ্রহণকারীদের সংখ্যা কম রাখা হয়েছে। বাকী অংশগ্রহনকারীরা এতে ভার্চুয়াল ভাবে অংশ নেবে।

সুনীল আম্বেকার জানিয়েছেন, ৯ –১১ জুলাই বৈঠকে ক্ষেত্র প্রচারক, সহক্ষেত্র প্রচারক এবং অখিল ভারতীয় কার্যকারিনী সদস্যরা যোগ দেবেন। সরসঙ্ঘচলক ডাঃ মোহন ভাগবত এবং দত্তাত্রেয় হোসাবলে সহ পাঁচ সহ সরকার্যবাহ (যুগ্ম সাধারণ সম্পাদক) উপস্থিত থাকবেন। এছাড়া, সাতটি ‘কার্য বিভাগ’ এর ‘প্রমুখ’ এবং ‘সহ-প্রমুখ’ সভায় যোগ দেবেন।

১১ জুলাই, সারা দেশের ৪৫টি প্রান্ত ও সহ প্রান্ত প্রচারক বৈঠকে অনলাইনে অংশগ্রহন করবেন। পশ্চিমবঙ্গকে আরএসএস তিনটি প্রান্তে ভাগ করেছে। এই তিন প্রান্তপ্রচরকও বৈঠকে অংশ নেবেন। ১২ জুলাই, বিদ্যার্থী পরিষদ, বিএমএস সহ বিভিন্ন সংগঠনের অখিল ভারতীয় সংগঠন সম্পাদকরা অনলাইন মাধ্যমে এই সভায় অংশ নেবেন।

বৈঠকে সাংগঠনিক বিষয় এছাড়াও, মহামারী চলাকালীন সারাদেশে স্বয়ংসেবকদের দ্বারা পরিচালিত সেবা কাজের পর্যালোচনা করা হবে। এছাড়াও, করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা ও প্রস্তুতির একটি মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া ভবিষ্যতে সঙ্ঘের প্রশিক্ষণ শিবির এবং অন্যান্য কাজের পাশাপাশি নতুন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *