AIIMSS, Rally, পুলিশি আক্রমণের প্রতিবাদ, ধিক্কার মিছিল এআইএমএসএস-এর

আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ: সোমবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)- এর পক্ষ থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ধিক্কার মিছিল বার হয়। ৩ মার্চ ছাত্র ধর্মঘটে গ্রেফতার হওয়া সংগঠনের ছাত্রী কর্মীদের উপরে মেদিনীপুরের কোতোয়ালি থানায় সাম্প্রতিক ‘নৃশংস বর্বরোচিত পুলিশি আক্রমণের প্রতিবাদে’ এবং ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত পুলিশ অফিসার এবং কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হয় এই মিছিল।

বিক্ষোভকারীরা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে বেলা ২.৪৫-এ মিছিল শুরু করে। মৌলালি পর্যন্ত পৌঁছান। মিছিলে বক্তব্য রাখেন, এআইএমএসএস-র রাজ্য সম্পাদক কল্পনা দত্ত।

দোষী পুলিশ অফিসারদের শাস্তি ছাড়াও প্রশ্ন তোলা হয়, এভাবে থানার অভ্যন্তরে আন্দোলনকারী ছাত্রীদের উপর এভাবে আক্রমণ ব্রিটিশ শাসকের অত্যাচারকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু, প্রমাণ হয়েছে, কোনও শাসক অত্যাচার করে আন্দোলনকারীকে দমাতে পারেনি।

সমাবেশে উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পুতুল চৌধুরী, রুনা পুরকাইত, কলকাতা জেলা সভাপতি অপর্ণা মন্ডল, জেলা সম্পাদক অনন্যা নাইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *