অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর: রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লক স্বাস্থ্য দপ্তরের এবং গোপীবল্লভপুর থানার সহযোগিতায় হাতিবাড়ি মোড়ের রসিকানন্দ প্রতীক্ষালয়ের সামনে এইডস নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। উক্ত শিবিরে গোপীবল্লভপুরের মানুষজন এইডস রোগের বিরুদ্ধে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এক ম্যাজিক শো’য়ের আয়োজন করা হয়। এই ম্যাজিক শো’য়ের মাধ্যমে এইডসের পাশাপাশি করোনা, শিশুর টীকাকরন, টিবি, ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি মশাবাহিত রোগ নিয়েও সচেতন করা হয়।
এ বিষয়ে গোপীবল্লভপুরের ১নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ গৌতম সিং বলেন, এইডস রোগ মানুষের শরীরে থাকলে তার লক্ষণ কী হবে এবং কীভাবে এই রোগের হাত থেকে প্রতিকার হবে তা আজকের ম্যাজিক শোর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে একটি বার্তা তুলে ধরা হয়। এছাড়া মশা বাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে কী কী ব্যবস্থা নিতে হবে সে বিষয়েও সচেতন করলাম। আজকের এই শিবিরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডঃ আকাশ রঞ্জন মাহাতো, এনএম কর্মীরা ও আশা কর্মী এবং গোপীবল্লভপুর থানার পুলিশ প্রতিনিধিরা। গোপীবল্লভপুর ১ নং ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খুশি এলাকাবাসীরা।