কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: ঘাটাল ব্লকে শুরু হল কৃষি মেলা। রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে শুরু হয়েছে কৃষি ও প্রাণী সম্পদ মেলা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে রত্নেশ্বর বাটি স্কুল ময়দানে কৃষি ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি। এছাড়াও ছিলেন মহকুমাশাসক অসীম পাল। পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না। শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, পূর্ত কর্মধ্যক্ষ মন্টু বাউরি ও কৃষি দফতরের আধিকারীকরা। তিন দিন ধরে চলবে এই মেলা। মেলার মাঠে কৃষি ও প্রাণী দফতরের তরফ থেকে স্টল দেওয়া হয়েছে। মঞ্চ থেকে কৃষকবন্ধুদের হাতে চেক তুলে দেওয়া হয়।